রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ : ০৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হয়ে এসেছিলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। শো চলাকালীন তিনি বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্য করেন! শুধু তাই নয়, রণবীরের মুখে সেই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সময় রায়না সহ শো-এর অন্যান্য বিচারকেরা। এবার রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হল। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি এবং জনপ্রিয় বলি-তারকা মনোজ বাজপেয়ী।
সম্প্রতি, সমাজমাধ্যমে ওই শো-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রণবীর এলাহাবাদিয়া ওই শো-এর এক প্রতিযোগীর উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন “আপনাকে যদি যে কোনও একটি বাছাই করতে বলা হয়, তাহলে আপনি কি আপনার বাবা মাকে আজীবন সহবাস করতে দেখবেন না কি আপনিও তাতে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করবেন?” রণবীরের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান শো-এর বাকিরা! বলা ভাল, রীতিমতো চমকে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে সময় রায়না তাড়াতাড়ি বলে ওঠেন, “এগুলো কিন্তু সব ওর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।” বাকিদের অবশ্য বলতে শোনা যায়, “কী দারুণ প্রশ্ন!” সময় রায়নার শো-এর সেই পর্বে রণবীর এলাহাবাদিয়া ছাড়াও ছিলেন আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং-রা।
ইমতিয়াজের মতে, এইসব ঘটনাকে এত গুরুত্ব দেওয়াই উচিত নয়, বিশেষত তা যখন অপরিণতমনস্ক মানুষের থেকে আসে। সহমত পোষণ করে একধাপ এগিয়ে পাশে দাঁড়ানো মনোজ বাজপেয়ী জানান, আজকাল জনপ্রিয়তা পাওয়াটা কোনও কঠিন বিষয় নয়। তাই জনপ্রিয়তা ধরে থাকার কোনও মূল্য সেভাবে এ প্রজন্মের অনেকেই কাছে নেই। বহুদিন ধরে জনপ্রিয়তা ধরে থাকার যে আনন্দ তা অনুভব করার বিন্দুমাত্র মানসিকতা নেই তাঁদের। কথাশেষে নয়া-তারকাদের উদ্দেশ্যে মনোজের পরামর্শ, এঁদের বোঝা উচিত জনপ্রিয়তার সবদিক।
অন্যদিকে, রণবীরের নামে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠতেই মুখ খুলেছেন তিনি। নিজের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমার করা সেই মন্তব্য করাটা একেবারেই ঠিক হয়নি। এতটুকুও মজাদার ছিল না আমার বলা কথা। আসলে, রসিকতাটা ঠিক আমার আসে না। আমি, সত্যিই ক্ষমাপ্রার্থী। অনেকেই মন্তব্য করেছেন, এইভাবেই কি সমাজমাধ্যমে নিজের প্ল্যাটফর্মটা ব্যবহার করব আমি? আমার জবাব হল, না! যা হয়েছে, ভুল হয়েছে। ভুল করেছি আমি। এবং কেন করেছি, কীসের জন্য হল সেই ভুল সেই বিষয়ে আমি কোনও ব্যাখ্যা দিতে চাই না। শুধু এটুকু বলব, আমি ক্ষমা চাইতে এসেছি। যা করেছি তা ঠিক হয়নি একেবারেই।”
শেষ পাওয়া খবর অনুযায়ী, রণবীরের বাড়িতে পৌঁছেছে মুম্বই পুলিশের একটি দল।
নানান খবর
নানান খবর

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?